আমার সম্পর্কে
সম্প্রতি ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট এবং ওয়ার্ডপ্রেস শেখার ব্যাপারটাকে আরও সহজ করার জন্য অনলাইন এবং অফলাইন কোর্সের আয়ােজন করেছে সামি হক।
আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য প্রযুক্তির উন্নয়নের সাথে তাল মিলিয়ে দেশের মানব সম্পদকে উন্নত প্রশিক্ষণ এর মাধ্যমে দক্ষ করে গড়ে তােলা।
সামি হক বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রিতে পরিচিত একটি নাম, একটি ব্র্যান্ড। একটা কঠিন বিষয়কে সহজ করে বােঝানাে, সেটাতে আগ্রহ ধরে রাখা এবং অল্প সময়ে যেটুকু প্রয়ােজন সেটুকুই দেয়ার জন্য আমরা সুপরিচিত।
কে আপনাকে শেখাবে?
হ্যালো! সামি এখানে। আমি 5 বছরেরও বেশি সময় ধরে ওয়েব-ডেভেলপার হিসাবে কাজ করছি এবং সেই সময়ের মধ্যে প্রচুর প্রকল্প করেছি। আমার দক্ষতা ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইনের অনেক দিক কভার করে। আমি বরং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি, ডব্লিউপি থিম কাস্টমাইজেশন, স্পিড অপ্টিমাইজ ওয়েবসাইট, ওয়েবসাইট সমস্যার সমাধান এবং আরও অনেক বিষয়ে দক্ষ। আমার প্রথম অগ্রাধিকার হল উচ্চ-মানের কাজ এবং খুব বন্ধুত্বপূর্ণ গ্রাহক সহায়তা দিয়ে আমার ক্লায়েন্টদের সন্তুষ্ট করা। সামনের দিকে তাকিয়ে, চিয়ার্স!! 😉
- ২০১৭ সালের কথা, আপনি যেভাবে এখন চেষ্টা করছেন ক্যারিয়ার ডেভেলপ করার জন্য আমিও সেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম পড়াশুনার পাশাপাশি কিছু একটা করার জন্য। ফ্রিল্যান্সিং করে প্রথম উপার্জন করি ২০১৭ সালের আগস্টে। স্বপ্ন বাস্তবায়নের জন্য ধৈর্য ধরে নিয়মিত পরিশ্রম যদি না করতাম হয়তাে শুরুটা কখনাে হতাে না। প্রথম কাজ পাওয়ার পর আমাকে আর পেছনে তাকানাের প্রয়ােজন হয়নি।
- ২০২২ সালে এখন নিজেকে একজন ফ্রিল্যান্সার হিসেবে নয় বরং একজন বিজনেসম্যান হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বােধ করি। কিন্তু শুরুটা ফ্রিল্যান্সিং দিয়েই হয়েছিল এবং ৭ বছর সময় লেগেছে আমাকে এই পর্যায়ে আসতে। স্বপ্ন বাস্তবায়ন মােটেও সহজ কাজ নয় কিন্তু লেগে থাকতে পারলে অনেক কিছু করা সম্ভব।
- আমি শুধুমাত্র ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট শেখায় না, আমার ব্যবসা বাণিজ্য এবং কাজ কর্ম সব কিছু ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট নিয়ে। আমার বাস্তব এক্সপেরিয়েন্স থেকে নিজের রেগুলার কাজের পাশাপাশি যতটুকু সম্ভব হচ্ছে কিছু স্টুডেন্টদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে সাহায্য করছি।
- আমার নিজের ইন্টারন্যাশনাল অনলাইন মার্কেটপ্লেসে কাজ করার বাস্তব এক্সপেরিয়েন্স রয়েছে কিনা, কোর্সে জয়েন করে স্টুডেন্টরা মার্কেটপ্লেসে কাজ করতে পারছে কিনা এই সকল বিষয় আপনি আমাদের ওয়েবসাইটে সকল পেইজ ভিজিট করে মনােযােগ দিয়ে পড়লে এমনিতেই জেনে যাবেন। = পৃথিবীতে কোর্সের কোন অভাব নেই এবং আমি শিওর এর থেকে কম দামে, বেশি দামে অনেক কোর্স আছে চারিদিকে।
- সব কিছু ভালাে করে জেনে শুনে বুঝে তারপর কোর্সে জয়েন করুন। দিন শেষে সব নির্ভর করবে আপনি কতটুকু পরিশ্রম করতে পারেন এবং সময় দিতে পারেন অনলাইনে নিজের দক্ষতা বাড়ানাের পেছনে, তার উপরে। আমার কাজ দিন শেষে আপনাকে সঠিক রাস্তায় রাখা। তবে হাঁটতে হবে আপনাকেই।