sami
haque.

 

নিজের মত শিখুন,
আত্মবিশ্বাস গড়ুন!

আমি সামী হক, একজন সফল ফ্রীলান্স উদ্যোক্তা ও ওয়েব ডেভেলপার হিসেবে বিগত ৫ বছর থেকে কাজ করছি।
পাশাপাশি SH Tech Solution নামে নিজের একটি অনলাইন আইটি কোম্পানি রয়েছে। এবং তিনশোর বেশি শিক্ষার্থীকে অনলাইনে প্রশিক্ষণ দিয়েছি।
Already Joined 100+ Learners
  •  ২০১৯ সালের কথা, পড়াশুনার পাশাপাশি কিছু একটা করার জন্য ফ্রিল্যান্সিং শুরু করি। ফ্রিল্যান্সিং করে প্রথম উপার্জন করি ২০১৯ সালের আগস্ট মাসে । স্বপ্ন বাস্তবায়নের জন্য ধৈর্য ধরে নিয়মিত পরিশ্রম যদি না করতাম হয়তাে শুরুটা কখনাে হতাে না।

 

  • ২০২৩ সালে এখন নিজেকে একজন ফ্রিল্যান্সার হিসেবে নয় বরং একজন উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বােধ করি। কিন্তু শুরুটা ফ্রিল্যান্সিং দিয়েই হয়েছিল এবং প্রায় ৫ বছর সময় লেগেছে আমাকে এই পর্যায়ে আসতে। স্বপ্ন বাস্তবায়ন মােটেও সহজ কাজ নয় কিন্তু লেগে থাকতে পারলে অনেক কিছু করা সম্ভব।

 

  •  আমার বাস্তব এক্সপেরিয়েন্স থেকে নিজের রেগুলার কাজের পাশাপাশি যতটুকু সম্ভব হচ্ছে কিছু স্টুডেন্টদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে সাহায্য করছি।

ন্যাশনাল নিউজপেপার ফিচারড

অনলাইন লাইভ ক্লাস

লাইভ ক্লাস এর সকল আপডেট পেতে আমার ফেইসবুক অফিশিয়াল পেজে জয়েন করুন

ইউটিউব চ্যানেল

সাপোর্ট ব্যবস্থা

ফ্রিল্যান্সিং সাপোর্ট

 জার্নি

আমার

শিক্ষার্থীদের সাফল্যের গল্প