sami
haque.

Fiverr Crash Course

Based on a Experienced Top Rated Freelancer

কে আপনাকে শেখাবে?

  •  ২০১৯ সালের কথা, পড়াশুনার পাশাপাশি কিছু একটা করার জন্য ফ্রিল্যান্সিং শুরু করি। ফ্রিল্যান্সিং করে প্রথম উপার্জন করি ২০১৯ সালের আগস্ট মাসে । স্বপ্ন বাস্তবায়নের জন্য ধৈর্য ধরে নিয়মিত পরিশ্রম যদি না করতাম হয়তাে শুরুটা কখনাে হতাে না।

 

  • ২০২৩ সালে এখন নিজেকে একজন ফ্রিল্যান্সার হিসেবে নয় বরং একজন উদ্যোক্তা হিসেবে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্য বােধ করি। কিন্তু শুরুটা ফ্রিল্যান্সিং দিয়েই হয়েছিল এবং প্রায় ৫ বছর সময় লেগেছে আমাকে এই পর্যায়ে আসতে। স্বপ্ন বাস্তবায়ন মােটেও সহজ কাজ নয় কিন্তু লেগে থাকতে পারলে অনেক কিছু করা সম্ভব।

 

  •  আমার বাস্তব এক্সপেরিয়েন্স থেকে নিজের রেগুলার কাজের পাশাপাশি যতটুকু সম্ভব হচ্ছে কিছু স্টুডেন্টদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে সাহায্য করছি।

আমাদের চেষ্টার কোন ত্রুটি থাকবে না বাকিটা আপনি কতােটুকু সময় ও ধৈর্য ধরে আমাদের ইন্সট্রাকশান অনুযায়ী। পরিশ্রম করছেন সেটার উপরে নির্ভর করবে আপনার সফলতা। আপনি কতাে টাকা মাসে উপার্জন করতে পারবেন এটা কোনভাবেই অন্য কারও পক্ষে বলা সম্ভব নয়। প্রতি মাসে হাজার ডলার আয় করা স্টুডেন্টও আছে আবার কিছুই করতে পারেনি এমন স্টুডেন্টও আছে। আমরা একই জিনিস সবাইকে শিখিয়েছি কিন্তু সবাই সফল হয়নি।